রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮ বৈশাখ ১৪৩২ ।। ১৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ করে নয়, নির্বাচন দিলেই আ.লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: দুদু বিজ্ঞ ব্যক্তিরা যে ৫ কৌশলে মূর্খের সঙ্গে তর্ক এড়িয়ে চলেন বন্ধ হচ্ছে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব পেজ! তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোক এড়াবেন যেভাবে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ ভারতীয় দুর্গগুলোর পতন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : শাহবাজ শরিফ আলোচিত বাবা-মেয়েকে নিয়ে যে তথ্য দিলেন কেয়ারটেকার ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র সৌদি পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী, এখনও ভিসা হয়নি ৯২৩ জনের  ইসরাইলকে ধুলোয় মিশিয়ে দেয়ার হুমকি ট্রাম্পের!

হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি রাজধানীর বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে নিশ্চিত করে বলেন, আমার ভগ্নিপতি হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম রহ. ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর মেয়ের জামাতা ছিলেন। বর্তমানে তিনি ফটিকছড়ির তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কর্মজী হাটহাজারী মাদরাসার সাবেক নাজিমে তালীমাত, নাজিমে মালিয়াত ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

মুফতি আরশাদ রাহমানী নিজ ভগ্নিপতির মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ