বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১ যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

এবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দিলেন ন্যাটো সেক্রেটারি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ন্যাটো আফগানিস্তানে তার সামরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে। ন্যাটো সম্মেলন শুরুর আগে তার উদ্বোধনী বক্তব্যের পরে এক প্রশ্নের জবাবে ন্যাটো সেক্রেটারি জেনারেল জান স্টল্টেনবার্গ এই ঘোষণা দিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আফগানিস্তানে আমাদের সামরিক মিশন শেষ করছি। তবে আমরা আফগান জনগণ এবং আফগান সুরক্ষা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখব। আমরা সেখানে আছি।’

তিনি বলেন, ‘ আমাদের মিত্ররা যে মিত্র বাহিনী সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তাদের সমর্থন, পরামর্শ এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখব। একই সঙ্গে আমরা কীভাবে বিদেশে আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে পারি তা বিবেচনা করছি।’

তিনি জানান, কাবুল বিমানবন্দরসহ মূল অবকাঠামোকে সচল রাখতে কাজ করছি। এই ক্ষেত্রে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অন্যান্যদের সাথে আলোচনা করছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা সরবরাহের জন্য এটি প্রয়োজনীয়।

সবশেষে তিনি বলেন, আমরা গত ২০ বছর ধরে আফগানিস্তানে রয়েছি। কিন্তু আমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ