বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি?

দুর্নীতির দায়ে সৌদিতে দেশি-বিদেশি ১৩৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুর্নীতির দায়ে দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানিয়েছে, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ