রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


আল্লামা আরশাদ মাদানী ‘ইমারাতে শরইয়্যাহ হিন্দ’ এর ৫ম আমীর নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের দীনি সংগঠন ‘ইমারাতে শরইয়্যাহ হিন্দ’ এর ৫ম আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন দারুল উলুম দেওবন্দের সদরুর মুদাররিসীন, আল্লামা আরশাদ মাদানী। নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা মুফতি সালমান মানসুরপুরী।

আজ শনিবার (৩ জুন) ভারতের দিল্লিতে সংস্থাটির আমীর নির্বাচন সভা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি আল্লামা মাহমুদ মাদানী, মাওলানা আবদুল আলিম ফারুকী, মাওলানা নেমাতুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি, মুফতি আহমদ দেওলা, মাওলানা সৈয়দ আসজাদ মাদানী, আসাম রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা সৈয়দ আশহাদ রশিদী প্রমূখ।

অনুষ্ঠানে সবার সর্বসম্মতি ও মুফতি আবুল কাসেম নোমানীর অনুমোদক্রমে আমীর ও নায়েবে আমীর হিসেবে এ শীর্ষ দুই আলেমকে নির্বাচন করা হয়।

যেভাবে নির্বাচিত হোন: সর্বপ্রথম মাওলানা মাহমুদ মাদানী ইমারাতে শরইয়্যাহ হিন্দের আমীর হিসেবে আল্লামা আরশাদ মাদানীর নাম ঘোষণা করেন। এরপর বৈঠকে উপস্থিত সবাই তাদের নাম ঘোষণা করতে থাকেন। এদিকে আল্লামা আরশাদ মাদানী নিজের বয়স ও অন্যান্য দায়িত্বের কারণে নিজের অক্ষমতা প্রকাশ করেন।

সবশেষে ইন্ডিয়া ইমারাতে শরইয়্যার আমীর নির্বাচন অনুষ্ঠানের সভাপতি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী আমীর হিসেবে আরশাদ মাদানীর নাম ঘোষণা করে নায়েবে আমীর হিসেবে আল্লামা সালমান মনসুরপুরীর নাম ঘোষণা করেন। দেওবন্দ মুহতামিমেরর এই ঘোষণার পর মেনে নেন তারা।

এরপর নবনির্বাচিত আমীর আল্লামা আরশাদ মাদানীর সংক্ষিপ্ত বয়ান ও আল্লামা মুফতি আবুল কাসেম নোমানীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় ইমারাতে শরইয়্যাহ হিন্দের আমীর নির্বাচন অনুষ্ঠান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ