সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়?

রাত পোহালেই ক ইউনিট দিয়ে শুরু ঢাবি ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশেষে শুরু হতে যাচ্ছে। ১লা অক্টোবর শুক্রবার ক ইউনিট দিয়ে শুরু হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞ।

ঢাকায় ও ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায়, সার্বিকভাবে প্রস্তুত বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। এমন আয়োজন এই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথচ বাকি ৭ বিভাগের উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানগুলোও প্রস্তুতি নিচ্ছে। এসব প্রতিষ্ঠান শুক্রবার পরীক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদিকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমি শক্তিশালি দল গঠন করেছি। এবং একইসাথে বিভিন্ন কমিটি দিয়ে সকল রকমের কর্যক্রম সম্পূন্ন করেছি।

ক ইউনিটে ভর্তি পরীক্ষায় ঢাকায় অংশ নেবে ৫৮ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরে ৫৯ হাজার ৩১৭ জন। সব মিলিয়ে পরীক্ষার মোট কেন্দ্র ১৩৭ টি। ঢাকা বিভাগে ৮০টি এবং অন্যান্য বিভাগে ৫৭টি কেন্দ্র।

অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ক ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যাপারে যা যা করা দরকার তাই করা হয়েছে। এর জন্য ট্রাকিং সিস্টেম করা হয়েছে। আশা করি সমস্যা হবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ই অক্টোবরের আগে খুলছে না বলে, আপাতত পরীক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে থাকার সুযোগ হচ্ছে না। একইভাবে সুযোগ নেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ক্ষেত্রেও।

বিকেন্দ্রীকরণ পদ্ধতির ভর্তি পরীক্ষাকে ইতিবাচক উল্লেখ করে, তা অব্যাহত রাখার পক্ষে সংশ্লিষ্টরা। একইভাবে শনিবার খ ইউনিট, ২২শে অক্টোবর গ ইউনিট এবং ২৩শে অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ