সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

৩০ অক্টোবর বেফাকের মজলিসে আমেলার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। এতে সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ও বেফাকের নিজস্ব এজেন্ডা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তবে বেফাকের এজেন্ডাগুলোর মধ্যে কি কি বিষয় আলোচনায় থাকতে পারে তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

৩০ অক্টোবর বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের দায়িত্বশীল মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী।

আগামী ৩০ অক্টোবর কাজলার বেফাকের নতুন ভবনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির আমেলার সদস্যগণ উপস্থিত থাকবেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান। এতে কেন্দ্রীয় আমেলার সব সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে সিলেবাস সংক্ষিপ্ত করলো বেফাক

আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে ইবতেদায়ী, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলয়া ও ফজিলতের  নেসাব সংক্ষিপ্ত করেছে দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

গত শনিবার (৯ অক্টোবর) বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৩/০২/৪৩হি, তারিখের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশ অনুযায়ী ২৫/০২/৪৩হি, তারিখের মজলিসে খাস- এর সিদ্ধান্ত মােতাবেক বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট কিতাবের নিম্ন বর্ণিত অংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অতএব পরীক্ষার্থীগণ তদনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে পড়ানাের ক্ষেত্রে মূল নেসাব সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে।

জানা যায়, আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে নেসাব সংক্ষিপ্তকরণ মজলিসে খাস-এর বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুফতি নুরুল আমিন ও মাওলানা মনিরুজ্জামান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ