সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি-সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার (১৫ নভেম্বর) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া অসুদপায় অবলম্বনের দায়ে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সোমবার মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন। কিন্তু পরীক্ষা হলে উপস্থিত ছিল ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন। সে হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৩ জন।

এর আগে, পরীক্ষার প্রতশ দিনে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসাধু কাজের জন্য বরিশাল বোর্ডের এক শিক্ষার্থী ও দুই কক্ষ পরিদর্শক এবং দিনাজপুর বোর্ডের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয় দশজন শিক্ষার্থী।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

নয়টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদ্রাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭জন পরীক্ষার্থী।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৭২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। মোট অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী।

চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের থেকে এ বছর এসএসসি পরীক্ষার কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ