সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার ঢাকার দনিয়া কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, রাজনীতি কর বা না কর, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়। দলীয় রাজনীতি করবে কি না, সেটাও ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতি সচেতন না হলে সচেতন নাগরিক হতে পারবে না, সুনাগরিক হতে পারবে না। তোমার দায়িত্ব পালন করতে পারবে না। তোমার জীবনের সিদ্ধান্ত, দেশের সিদ্ধান্ত-তুমি নিতে পারবে না। কাজেই তোমাকে রাজনীতি সচেতন হতেই হবে।

দীপু মনি বলেন, আমাদের জীবনের সব ক্ষেত্রের মতোই রাজনীতিতে ভালো-মন্দ সব আছে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতি ভালো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত নিতে হয়। আমরা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ত নিজেরা নিই। কিন্তু আমাদের জীবনটা কেমন চলবে,আমার দেশটা কেমন হবে, আমার পড়ার সুযোগ থাকবে কি থাকবে না, আমার খাবারের সংস্থান, কাজের সংস্থান হবে কি হবে না, সে সিদ্ধান্ত যেখানে গৃহীত হয়, সে জায়গাটা রাজনীতি।

শিক্ষামন্ত্রী বলেন, সেই জায়গাটায় দায়িত্বের সঙ্গে সঙ্গে ক্ষমতার যেহেতু একটা যোগ আছে, তাই সেই জায়গাটায় কিছু সুযোগ সন্ধানী মানুষ আসতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতির জায়গাটা ঠিক নয়।

দীপু মনি বলেন, রাজনীতি সেটাই, যার মধ্যে থাকে দেশের জন্য ভালোবাসা, দেশের সেবা, মানুষের জন্য ভালোবাসা, মানুষের সেবা। আশা করি, তোমরা সবাই রাজনীতি করো বা না করো, রাজনীতি সচেতন হবে এবং রাজনীতির সঠিক পথ বেছে নিতে পারবে, যেটা দিয়ে দেশ এগিয়ে যাবে, শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ