সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

পরিবারের অসুস্থ সদস্যের প্রতি বিশেষ সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারজিয়া আক্তার।।

পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি বিশেষ লক্ষ রাখা স্বামী-স্ত্রীসহ পরিবারের সবার দায়িত্ব। সেবা-শুশ্রূষার পাশাপাশি তাদের জন্য দোয়া করা কর্তব্য। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি মুয়াববিজাত (সুরা : ফালাক ও নাস) পড়ে তাকে ফুঁক দিতেন। (মুসলিম, হাদিস : ২১৯২)

আয়েশা (রা.) আরো বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারের লোকদের জ্বর হলে তিনি দুধ ও ময়দা সহযোগে তরল পথ্য বানানোর নির্দেশ দিতেন।

তা প্রস্তুত হলে তিনি পরিবারের লোকদের নির্দেশ দিতেন এটা হতে রোগীকে পান করাতে। তিনি বলতেন, এটা দুশ্চিন্তাগ্রস্ত মনে শক্তি জোগায় এবং রোগীর মনের ক্লেশ ও দুঃখ দূর করে। যেমন তোমাদের কোনো নারী পানি দ্বারা তার মুখমণ্ডলের ময়লা পরিষ্কার করে থাকে। (তিরমিজি, হাদিস : ২০৩৯)

এ ছাড়া বিভিন্ন ক্ষতিকর মুহূর্ত ও অনিষ্টকর জিনিস থেকে রাসুল (সা.) উম্মতকে সাবধান করেছেন। এবং পরিবারের সদস্যদের এসব ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যখন রাত শুরু হয় অথবা (বলেছেন) যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদের ঘরে রাখবে। কারণ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। অতঃপর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিতে পারো আর তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো (বিসমিল্লাহ বলো)। তোমাদের ঘরের বাতি নিভিয়ে দাও এবং বিসমিল্লাহ বলো। তোমার পানি রাখার পাত্রের মুখ ঢেকে রেখো এবং বিসমিল্লাহ বলো। তোমার বাসনপত্র ঢেকে রেখো এবং বিসমিল্লাহ বলো। সামান্য কিছু হলেও তার ওপর দিয়ে রেখে দাও। (বুখারি, হাদিস : ৩২৮০)

এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে রাসুলুল্লাহ (সা.) পরিবারের সদস্যদের ক্ষতিকর বিষয় থেকে রক্ষার জন্য সর্বদা তাদের সতর্ক করতেন।

সূত্র: ইসলামী জীবন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ