মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সাথে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চলতি সপ্তাহেই ভিয়েনায় মিলিত হবেন দুই দেশের কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের।

বুধবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে দুই দেশের কর্মকর্তারা।

দুই দেশের কর্মকর্তারা বলছেন, আলোচনায় এখনই ব্যাপক অগ্রগতি হবে, এমনটি তারা আশা করছেন না।

ভিয়েনায় যাওয়ার আগে টুইটারে এক পোস্টে এ বিষয়ে লিখেছেন ইরানের প্রধান আলোচক আলী বাঘেরি কানি। তিনি বলেন, চুক্তিটি বাঁচানোর বল এখন ওয়াশিংটনের কোর্টে। যুক্তরাষ্ট্রকে পরিপক্বতা দেখানো এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলী বাঘেরি কানি বলেন, চুক্তি বাঁচানোর দায়িত্ব তাদের ওপরই বর্তায়, যারা এটি লঙ্ঘন করেছে এবং অশুভ উত্তরাধিকার (ট্রাম্প প্রশাসন) থেকে দূরে থাকতে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, তেহরান চুক্তিটি পুনরুদ্ধারের জন্য সরল বিশ্বাসে আলোচনা করছে। কিন্তু ইরানকে চুক্তির অর্থনৈতিক সুবিধা পাওয়ার গ্যারান্টি দিতে ব্যর্থতার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন।

তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে, তখন ইরানও তার পরমাণু সংক্রান্ত পদক্ষেপের সম্পূর্ণ বাস্তবায়ন পুনরায় শুরু করবে।

যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ দূত রব ম্যালি বলেছেন, ভিয়েনায় যাচ্ছেন তিনি। তবে এই আলোচনা থেকে বড় ধরনের কোনো অগ্রগতি আশা করছেন না তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ