সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি

ময়মনসিংহ-সিলেট রুটে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ দিন পর বন্ধ থাকার পর আবার ময়মনসিংহ-সিলেট রুটে চলাচল শুরু হয়েছে। তবে সিলেট-নেত্রকোনা রুটে এখনো বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জুয়েল কবির পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের বাস চলাচল শুরু হয়েছে। সিলেট-নেত্রকোনা রুটে বাস চলাচল কিছু দিনের মধ্যে শুরু হবে।

শাহ মো. জুয়েল কবির পলাশ বলেন, বিকেলে হবিগঞ্জের একটি হোটেলে সিলেট, নেত্রকোনা ও ময়মনসিংহ মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসেন। আলোচনা শেষে সন্ধ্যার পর থেকে থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর এ রুটে কয়েকটি বাস চলাচল করে। আজ থেকে এ রুটে পুরোদমে বাস চলবে।

ময়মনসিংহ জেলা মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, সিলেট মালিক সমিতি চেয়েছিল তাদের নতুন দুটি বাস সিলেট-নেত্রকোনা-কলমাকান্দা রুটে চলুক। কিন্তু নেত্রকোনা মালিক সমিতি এটি মেনে নেয়নি। তবে সিলেট থেকে নেত্রকোনার বিরিশিরি রুটে বাস চলাচলে রাজি হয়েছে তারা।

উল্লেখ্য, এর আগে সিলেট মালিক সমিতি নেত্রকোনার-কমলাকান্দায় চলাচলের জন্য নতুন দুটি বাস নামায়। তবে নেত্রকোনা মালিক সমিতির নেতারা বাস দুটি চলাচলে রাজি হয়নি। নেত্রকোনা বাস মালিক সমিতির সাথে কিশোরগঞ্জ মালিক সমিতিও যুক্ত হয়। যার ফলে গত ২ আগস্ট থেকে সিলেটের সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বাস চলাচল বন্ধ রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ