সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি

ইসলাম গ্রহণ করলেন ফ্রান্সের টিভি তারকা ও মডেল মারিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের নামি টিভি তারকা ও মডেল মারিন আল-হাইমার ইসলাম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এ খবর জানান তিনি। আলজাজিরা মুবাশির সূত্রে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ভিডিওতে এ তারকাকে ফ্রান্সের একটি মসজিদে কালেমা শাহাদাহ পড়ে ইসলাম গ্রহণ করতে দেখা গেছে।

এরপর পাশে থাকা মুসলিম নারীদের সঙ্গে তিনি কোলাকুলি করেন এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তা ছাড়া ভিডিওতে কয়েক মাস আগেই মুসলিম হওয়ার কথা জানান তিনি। এর ফলে মাস খানেক আগে ফরাসি সংবাদপত্রে তাঁর মুসলিম হওয়ার খবরের সত্যতা মিলল।

ইনস্টাগ্রামের পোস্টে আল-হাইমার লিখেন, ‘আপনাকে একাই চলতে হবে। বন্ধু নেই, পরিবার নেই, সঙ্গীও নেই। শুধুমাত্র আপনি এবং আল্লাহ থাকবেন। আপনাদের অনেকে হয়ত বিষয়টি জানেন। অনেকে প্রশ্ন করেন। তবে আনুষ্ঠানিকভাবে কখনো ঘোষণা করিনি যে আমি কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছি। ’

তিনি আরো লিখেন, ‘যারা আমাকে নিয়মিত অনুসরণ করেন তারা হয়ত জানেন। তবে আমার ব্যক্তিগত বিষয়টি তাদের সঙ্গে শেয়ার করা অতীব জরুরি মনে করছি যাদেরকে আমি নিজের দ্বিতীয় পরিবার বলে মনে করি। আর তারাই হলেন আপনারা। বিষয়টি আমার মন, অন্তর ও আত্মার একান্ত ইচ্ছা। ’

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেন, ‘আমার মূল বার্তা হলো, অন্য ধর্ম যাই হোক তা গ্রহণে লজ্জার কিছু নেই। এটি সবার মৌলিক অধিকারের অন্যতম, যা অবাধে চর্চার সুযোগ থাকা চাই। অনেকেই লক্ষ্য করেছেন যে গত বছর অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। আমার মধ্যেও ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার অগ্রাধিকারের অনুভূতি পর্যালোচনা করেছি। তা ছাড়া পেশাগত বা ব্যক্তিগত বিষয়ে জীবনের পছন্দ নিয়ে পুনরায় ভেবেছি। যারা এ বিষয়ে প্রশংসা করবেন বা অন্তত শ্রদ্ধা জানাবেন সবাইকে ধন্যবাদ। ’

মারেন আল-হাইমার ১৯৯৩ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চল বরডেক্সে জন্মগ্রহণ করেন। মরক্কো ও মিসরীয় বংশদ্ভূত এ নারীর উসান আল-হাইমার নামে আরেক জমজ বোন রয়েছে। ‘প্রিন্সেস অব লাভ’ এবং ‘মার্সেলিওনেস ইন দুবাই’ নামের টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করে এ তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে তাঁর লাখ লাখ ফলোয়ার রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ