সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

মাওলানা নজরুর রহমানের বয়ানে শুরু হলো রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে আজ থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তান ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৬ নভেম্বর।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাদ আসর মাওলানা নজরুর রহমানের আম বয়ানে শুরু হয়েছে ইজতেমার ২য় পর্ব। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানায়, ২য় পর্বে বয়ান করবেন, বৃহস্পতিবার আসর নামাজের পর মাওলানা নাজুর রহমান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, শুক্রবার, ফজরের নামাজের পর মাওলানা আব্দুল রহমান বোম্বাই, জুমার নামাজের পর
মাওলানা ইসমাইল গোধরা, আসরের নামাজের পর ক্বারী জুবায়ের বাংলাদেশ, মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লট, শনিবার
ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ, যোহরের নামাজের পর ভাই ফারুক বেঙ্গালুর, আসরের নামাজের পর
মাওলানা জহিরুলহাস, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, রবিবারে ফজরের নামাজের পরমাওলানা খুরশীদ, আখেরি মুনাজাত
মাওলানা ইব্রাহিম দেওলা।

পাকিস্তানের মেসেজ টিভির বরাতে জানা যায়, ১ম পর্বে প্রায় ৮ লাখ মানুষ অংশ গ্রহণ করেছেন। পাকিস্তানে তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

উল্লেখ্য, জনপ্রিয় স্যোশাল মিডিয়া আলফাফা ডটকমের সৌজন্যে রায়বেন্ড ইজতেমা সরাসরি সম্প্রচার করছে পাকিস্তানের মেসেজ টিভি।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ