সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়?

আর যুক্তরাষ্ট্রকে দোষ দেবেন না ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর যুক্তরাষ্ট্রকে দোষ দেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর ডনের।

চলতি বছরের শুরুর দিকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর যুক্তরাষ্ট্র প্রশাসনের ষড়যন্ত্রে তার ক্ষমতাচ্যুতি হয়েছে বলে বারবার বলে আসছিলেন পিটিআইপ্রধান। এবার সেই তিনিই যুক্তরাষ্ট্রকে আর দোষ না দেওয়ার কথা বলছেন। এ ঘটনাকে ‘বিস্ময়কর’ বলছে ডন।

ভাষণে ইমরান বলেছেন, তিনি ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভু-চাকরের মতো বা প্রভু-দাসের মতো হয়ে আছে। আমরা ব্যবহৃত হয়েছি ভাড়াটে বন্দুকের মতো। কিন্তু এর জন্য আমি তাদের থেকে বেশি আমাদের সরকারগুলোকে দায় দিচ্ছি।

এ সময় ইউক্রেনে রাশিয়া সেনা পাঠানোর প্রাক্কালে নিজের মস্কো ভ্রমণকে ‘বিব্রতকর’ বলেও অ্যাখ্যা দেন ইমরান। যদিও এই সফর আরও কয়েক মাস আগেই ঠিক করা হয়েছিল বলে জানান তিনি। এছাড়া গত ৭ মাসের কার্যপ্রণালির ব্যাপারে দেশের সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ