সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু ৫ মে শাপলা গণহত্যার বিচার দাবি আলেমদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যে 

মুফতি রফি উসমানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের শরয়ী উপদেষ্টা, করাচি বিশ্ববিদ্যালয় ও এনইডি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষদ সদস্য ও বেফাকুল মাদারিস (মাদরাসা শিক্ষা বোর্ড)-এর সহসভাপতি, আরো বহু প্রতিষ্ঠানের অধিকর্তা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানীর বড় ভাই পাকিস্তানের গ্র্যান্ড মুফতি রফি উসমানীর ইন্তেকালে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে বিশ্বের কওমি মাদরাসাগুলোর অভিভাবক, ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ।

গতকাল শনিবার দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম, আল্লামা আবদুল খালেক মাদরাজি স্বাক্ষরিত একটি শোকবাণী মুফতি তাকি উসামানী বরাবর পাঠানো হয়।

শোক বাণীতে লেখা হয়, প্রিয় মাওলানা মুফতি মুহাম্মদ তাকী ওসমানি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া গেল যে, আপনার বড় ভাই, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও জামিয়া দারুল উলূম করাচির মুহতামিম, মুফতি মুহাম্মদ রফি উসমানি দীর্ঘ অসুস্থতার পর এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আমরা এই দুঃখজনক সংবাদে, মুফতি সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত, আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর। পরিবেশ শোকাবহ হয়ে ওঠেছে দারুল উলুম দেওবন্দের। আজ হযরত এর মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়। হযরত মুফতি সাহেব একজন দ্বীনের গুরুগম্ভীর আলেম ছিলেন। অত্যন্ত পরিশীলিত ও সূক্ষ্ম মেজাজের অধিকারী ছিলেন। তার জ্ঞানের প্রতিফলন ঘটেছিল সকল ক্ষেত্রে। করাচির স্কুল, অফিস ভবনগুলির মধ্যে, মরহুম মুফতি সাহেবও বেফাকুল মাদারিসিল আল-আরাবিয়া পাকিস্তানের প্রধান ছিলেন।

তিনি পাকিস্তানের অন্যতম প্রধান আলেম ছিলেন। হযরত মুফতি সাহেবের প্রাথমিক শিক্ষা দারুল উলূম দেওবন্দে শুরু হয়। তিনি একজন প্রখ্যাত লেখকও ছিলেন, তার কলম থেকে এ পর্যন্ত অনেক কাজ বেরিয়েছে। জাতি অনেক কিছু পেয়েছেন। ফিকহে তার অবদান অনেক অনেক বেশি। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। তার পরিবারকে সবরে জামিলের তাওফিক দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ