সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কতা বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে মূল সমাবেশস্থল। এতে প্রায় ৪০ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এতে বলা হয়েছে, বাৎসরিক এই অনুষ্ঠান ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের চলাচলের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমাতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন দূতাবাস জানায়, আমরা আপনাদেরকে উল্লেখিত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে আপনার নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বিমানের টিকিট রাখতে এবং পুলিশ চেকপোস্টে তা উপস্থাপন করতে প্রস্তুত থাকতে হবে।

দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোনো বড় সমাবেশ, বিক্ষোভ বা মিছিলের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ