বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১ যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারিদিকে প্রকৃতি ধ্বংস উৎসবের মাঝে ফ্লাওয়ার পার্ক জেলা প্রশাসনের একটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে গড়ে তোলা ফ্লাওয়ার পার্কে ‘ফুল উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হাসান মাহমুদ বলেন, 'একসময় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় সুদৃশ্য বাংলো দেখা যেত। আজকাল বাংলো তো দূরের কথা পাহাড়ও দেখা যায় না। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ধংস করা হচ্ছে। অপ্রিয় হলেও সত্য যে অনেক সরকারি প্রতিষ্ঠানও পাহাড় কেটে শেষ করছে। ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডটি তৈরিতেও নির্বিচারে পাহাড় কাটা হয়েছে। অথচ পাহাড় না কেটেও পাহাড়ের ঢাল উপযোগী করে রাস্তা করা যেত। কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তা করেনি। কেন এভাবে পাহাড় কাটা হয়েছে একদিন জবাব দিতে হবে। সিডিএকে আমিসহ দাঁড়িয়ে থেকে ১০ কোটি টাকা জরিমানা করিয়েছি।'

তিনি আরো বলেন, 'একটি শহরকে নান্দনিক করতে হলে প্রকৃতির সাথে উন্নয়নের সমন্বয় করতে হয়। চট্টগ্রামকে এখনো নান্দনিক রাখার সুযোগ আছে। এই জায়গাটি পুনরুদ্ধার করায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এখানে প্রতিবছর তিন মাসব্যাপী পুষ্প মেলা হবে। ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এখানে পুষ্প মেলা করা হলে এই শহর আরো নান্দনিক হবে। এসব ফুল আর প্রকৃতি মানুষের মনকে সতেজ করবে। আর এখানে প্রবেশের জন্য খুব সামান্য হলেও একটি প্রবেশ ফি রাখতে হবে। তাহলে মানুষের দরদ বাড়বে।'

মন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের ১৪ বছরে দেশে অনেক অনেক উন্নয়ন হয়েছে। চট্টগ্রামে হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেল। অন্য জায়গায় টানেল আছে কিন্তু সেটি রেল টানেল। সড়কের কোনো টানেল নেই। দেশে রেলের উন্নয়ন হয়েছে। মেট্টো রেলের পর পাতাল রেল হচ্ছে। আর এই যে ফৌজদারহাট-বন্দর মেরিড ড্রাইভ সড়কটিও চার লেনের কাজ শুরু হবে।'

তথ্যমন্ত্রী বলেন, 'তাছাড়া মিরসরাই অর্থনৈতিক জোনের সাথে এটির সংযোগ সড়ক হলেও ট্রাফিক বাড়বে তাই এই রোডটি চার লেন করাও শুরু হবে। এভাবে দেশে অনেক উন্নয়ন কাজ চলছে। তবে উন্নয়ন কাজ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না। পরিবেশবিদ, নগরবিদসহ সকল বিশেষজ্ঞ বসে প্রকৃতি রক্ষা করে তবেই উন্নয়ন করতে হবে।'

আজ শুক্রবার চট্টগ্রামের প্রথম এই ফুল উৎসবের প্রথম দিন গতকাল ওই পার্ক এলাকায় অগণিত দর্শনার্থীর পদভারে মুখরিত ছিল। এই মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারিতে পর্যন্ত ৯দিন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ