বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭ ভাদ্র ১৪৩১ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই : প্রধান উপদেষ্টা কওমি সনদ বাস্তবায়নের দাবি জানালে সহযোগিতা করা হবে : ধর্ম উপদেষ্টা  ‘মাঠ প্রশাসনকে জনবান্ধব-দুর্নীতিমুক্ত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে’ গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে  : প্রধান উপদেষ্টা লামায় ইসলামী আন্দোলনের ওলামা মাশায়েখ সম্মেলন গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া যুদ্ধাপরাধের শামিল: সৌদি আরব বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন শায়খ মুফতী হাফীজুদ্দীন হাটহাজারী মাদরাসায় সংবর্ধিত ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ১২ বছর বয়সী মুনতাছির শ্রমিকদের বকেয়া বেতন কালকের মধ্যে পরিশোধ করা হবে : শ্রম উপদেষ্টা

চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক, আলোচনায় ‘আলেম প্রতিনিধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক।

আজ বুধবার (৭ আগস্ট) সন্ধায় পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সৌজন্য বিনিময়ে সাক্ষাৎ করতে আসেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম’র সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

এছাড়া সাক্ষাৎ বিনিময়ে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সৌজন্য সাক্ষাৎ কী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে জানান, ‘আমরা গিয়েছিলাম দেখা করতে। এ সাক্ষাৎ সৌজন্যমূলক। আমরা এলাম, চা পান করলাম।’

সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে এ শায়খে চরমোনাইয়ের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আলেম প্রতিনিধির প্রস্তাব ইত্যাদি চলমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বৈঠকে ‘অন্তর্বর্তীকালীন সরকারে একজন গ্রহণযোগ্য আলেম প্রতিনিধির ব্যাপারে সবাই জোরালো মনোভাব ব্যক্ত করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ