বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ ।। ২১ কার্তিক ১৪৩১ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৌদি সফরে ধর্ম উপদেষ্টা, হজের খরচ কমানোর আপ্রাণ চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) তিনি বিশেষ সফরে সৌদি পৌঁছান।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) আওয়ার ইসলামকে ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক জানান, গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌদি আরব গেছেন। সেখানে কম খরচে হজ পালনে দুই প্যাকেজে আসতে পারবেন বাংলাদেশ থেকে হজযাত্রীরা- এই বিষয়ে সৌদি হজ ও ওমরাহ্ মন্ত্রীর সাথে বৈঠক করবেন ধর্ম উপদেষ্টা।

এছাড়া, ধর্ম উপদেষ্টা মক্কায় পৌঁছে বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে জানিয়েছেন, বিমান ভাড়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমানো ও আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে- এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

হাআমা/


সম্পর্কিত খবর