ইসরায়েলে হামলার বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:১৬ বিকাল
নিউজ ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েল কেবল সামরিকভাবে পরাজিত হয়নি তারা কৌশলগতভাবেই হেরে গেছে। 

রাইসি বলেছেন, ‌‘ইহুদি রাষ্ট্রটি সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দাগতভাবে পরাজিত হয়েছে। সেই সাথে তারা সবদিক মিলিয়ে কৌশলগতভাবেও পিছিয়ে পড়েছে। অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তবে এখন তারা নিজ দেশের মানুষের কাছেই ঘৃণার শিকার হচ্ছে। এটা ইসরায়েলের একটা কৌশলগত পরাজয়।’

বুধবার জাতীয় সেনা দিবসের এক ভাষণে এ নিয়ে কথা বলেন রাইসি। 
ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী পুরো অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করছে। তারা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও আস্থাযোগ্য।’ 

রাইসি আরো দাবি করেছেন, ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিজ ছিলো খুবই সীমিত ও শাস্তিমূলক। এর মাধ্যমে কেবলন তেল আবিবকে সতর্ক করা হয়েছে। বোঝানো হয়েছে তাদের সব ধরনের সামরিক আক্রমণ অনায়াসেই উড়িয়ে দেয়া হবে। 

রাইসি সতর্ক করেছেন, ইরান পুরোপুরিভাবে হামলা চালালে ইসরায়েল স্রেফ ধ্বংস হয়ে যাবে।

এনএ/