আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা
প্রকাশ:
০২ মে, ২০২৫, ১০:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঐতিহাসিক শাপলা চত্বর ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচারসহ বেশ কিছু দাবি নিয়ে আগামীকাল (৩ মে শনিবার )রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকালে ৯টায় শুরু হবে সমাবেশটি। এতে বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা। এই মহাসমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ও জনসাধারণের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারে আজ রাত থেকেই। উক্ত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যানজট রোধ করতে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ বাস্তবায়ন উপকমিটি। সেই নির্দেশনায় ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত গাড়িগুলোর জন্য নির্ধারিত পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে।
সিনিয়র মুরুব্বিদের গাড়ি থাকবে মাঠে নির্দিষ্ট জায়গায়, এবং অন্যান্য মুরুব্বিদের গাড়ি থাকবে কাকরাইল মসজিদ সংলগ্ন পার্কিংয়ে। ট্রাফিক ও গাড়ি পার্কিং মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত আছেন : ১. মাওলানা মোর্শেদ সিদ্দিকী - মোবাইল: ০১৬৭৪-১৭৭৩৬৩ ২. মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন - মোবাইল: ০১৬৮৮-২৩৮৭৭৭ ৩. মাওলানা আব্দুল আল মাসুদ খান - মোবাইল: ০১৪০৬-০১৪৭০৭ ৪. হাফিজ আজহারুল ইসলাম নোমানী - মোবাইল: ০১৯২১-৩৬৪৮৮৭ এমএম/ |