২৩ মে সারাদেশে বিক্ষোভ ঘোষণা হেফাজতের
প্রকাশ:
০৩ মে, ২০২৫, ০২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
হেফাজতে ইসলাম আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশের মূল দাবি ছিল হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, “সরকার যখন নির্বাচন ঘোষণা করেছে, তখন মামলাগুলোর বিষয়ে যদি এখনই সুরাহা না হয়, তাহলে নির্বাচন-পরবর্তী সরকার এসব মামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আমাদের এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।” তিনি আরও বলেন, “সরকার যখন বিভিন্ন মহলের দাবি মেনে নিচ্ছে, তখন আমাদের ন্যায্য দাবিগুলো মানতে তাদের আপত্তি কোথায়?” হেফাজতের উত্থাপিত চার দফা দাবি: ১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে। সংগঠনটি জানিয়েছে, সরকার দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এমএইচ/ |