সামাজিক মিডিয়ায় মুসলমানদের দায়িত্ব
প্রকাশ: ০৪ মে, ২০২৫, ০৮:২২ সকাল
নিউজ ডেস্ক

নাজমুল হাসান।
 
আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয় – এটি চিন্তা, সংস্কৃতি, দ্বীনি দাওয়াহ ছড়ানোর এক বিশাল প্ল্যাটফর্ম।
একজন মুসলমান হিসেবে আমাদের এখানে যেমন সুযোগ আছে, তেমনি আছে দায়িত্ব।
 
 
১. দায়িত্বশীলভাবে কথা বলা:
কুরআনে আল্লাহ বলেন:
“তোমরা উত্তম কথা বলো।”
– সূরা আহযাব: ৭০
অর্থাৎ গিবত, অপবাদ, বাজে কনটেন্ট নয় – বরং শান্তি ও সত্য প্রতিষ্ঠার বার্তা হওয়া উচিত আমাদের কথাবার্তায়।
 
 
২. যাচাই ছাড়া কিছু শেয়ার না করা:
“হে মুমিনগণ! যদি কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ আনয়ন করে, তবে তা যাচাই করো।”
– সূরা হুজুরাত: ৬
ভুল তথ্য, মিথ্যা নিউজ, বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো একজন মুসলমানের কাজ হতে পারে না।
 
 
৩. ফিতনা ও বিভক্তি সৃষ্টি না করা:
ইসলাম শান্তির ধর্ম। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু অন্যদের অপমান করে, হিংসা ছড়িয়ে, কাউকে ‘কাফির’ বা ‘বেদাতি’ বলে আক্রমণ করা উচিত নয়।
 
 
৪. দাওয়াহর মাধ্যমে আলোকিত করা:
একজন মুসলমানের উচিত সোশ্যাল মিডিয়ায় ইসলামের সৌন্দর্য তুলে ধরা –
কুরআনের আয়াত
নবীজির হাদীস
অনুপ্রেরণামূলক ইসলামিক ঘটনা
সহজ দ্বীনি পরামর্শ
 
৫. সময় ও নিয়ত ঠিক রাখা:
সোশ্যাল মিডিয়া যেন আমাদের ইবাদতের পথে বাধা না হয়।
নিয়ত ঠিক রেখে ব্যবহার করলেই এটি দাওয়াহর এক বিশাল মাধ্যম হতে পারে।
 
শেষ কথা:
সোশ্যাল মিডিয়ায় একজন মুসলমানের পরিচয় হওয়া উচিত –
“একজন নম্র, সত্যবাদী, হিতাকাঙ্ক্ষী ও দ্বীনদার মানুষ।
 
এনএইচ/