‘ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে’
প্রকাশ:
১২ মে, ২০২৫, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
একটি মহল ইসলামী আন্দোলনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান হাওলাদার। সোমবার (১২ মে) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মুফতি হাবিবুর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সাহেবের এখানকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মিথ্যা বানোয়াট অসত্য তথ্য তুলে ধরে ব্যক্তিগত পোর্টালে মুখরোচক খবর বানাচ্ছে। যার কোনো ভিত্তি নেই।’ এই নেতা বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময় কলাপাড়ায় চাঁদাবাজি বন্ধে যখন আমরা সোচ্চার হয়েছি, ভুক্তভোগী মানুষের পাশে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেছি, এরপর থেকেই একটি মহল আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন। মূলত কলাপাড়ায় ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা এখন অনেক বেশি। জনপ্রিয় মানুষ সমর্থন করছেন। পীর সাহেব চরমোনাই কে শ্রদ্ধা জানিয়ে দলে যোগ দিচ্ছেন, এসব দেখে তাদের হতাশা থেকে ইসলামী আন্দোলন কে নিয়ে ষড়যন্ত্রের অপচেষ্টা চালানো হচ্ছে। কারণ আমরা সালিশ বাণিজ্য, চাঁদাবাজি প্রতিরোধে সোচ্চার হওয়ায় এমনসব অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর ভার কলাপাড়ার সাধারণ মানুষের ওপর ছেড়ে দিলাম।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার হোসেন, স্থানীয় নেতা মো: জসিম উদ্দিন, আবু হানিফ রেজা, মো: সেলিম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গত ৯ মে টিয়াখালী ব্রিজের নিচে ওচমান গনি প্যাদার জমিতে ট্রাক চলাচল সংক্রান্ত বিরোধ কেন্দ্রিক ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে পোর্টাল ফেসবুকে খবর প্রকাশ দুঃখজনক। তিনি ইসলামী আন্দোলনের কেউ নন। জমিজমার ব্যক্তিকেন্দ্রিক সমস্যা। এটি তাদের কাছে কোনোভাবেই কাম্য নয় বলে তারা এ ঘটনায় নিন্দা জানান। এমএইচ/ |