ইসলামের পথে চলতে আমাকে এত বাধা কেন: লুবাবা
প্রকাশ:
১৫ মে, ২০২৫, ০৪:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে তিনি ধর্মীয় পোশাকে আবৃত হয়ে চলেন। নিজেও জানিয়েছেন ইসলামের নিয়ম অনুসারে পথ চলছেন। এবার সামাজিক মাধ্যমে তিনি ইসলামের পথে চলতে বাধার অভিযোগ করেছেন। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন লুবাবা। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রিলস আর টিকটকের মধ্যে পার্থক্য আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ,সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা। অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? লুবাবা যোগ করেছেন, আর আমি রিলস করে নাচাগানা কখনও করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি, সো আমি ফুড/ ইসলামিক রিলেটেড কন্টেট বানাই। আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যতোছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা আমার মতো করেই চলব যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি। সবশেষে সবার উদ্দেশে লুবাবার বার্তা, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগিরই আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন। এমএইচ/ |