বরিশালে নবীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশ:
১৭ মে, ২০২৫, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বরিশালের বাকেরগঞ্জে সৌরভ দত্ত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেজাজ গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে তার নামে কটূক্তিপূর্ণ ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সৌরভ দাবি করেন, তার নামে ভুয়া আইডি খুলে ওই পোস্ট দেওয়া হয়েছে এবং তিনি বিকেলেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ তাকে বাড়ি থেকে থানায় নিয়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত দেখে পুলিশ সৌরভকে বরিশালে নিয়ে যায়। পরে শনিবার সকালে প্রতিবাদকারীরা মহাসড়ক অবরোধ করেন এবং সৌরভের শাস্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। সৌরভের বাবা-মা জানান, ঝড়ের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। তারা মসজিদের ইমামের মাধ্যমে বিষয়টি জানতে পারেন এবং তার পরামর্শেই থানায় জিডি করেন। তাদের দাবি, তাদের ছেলে নির্দোষ; প্রকৃত দোষীদের খুঁজে আইনের আওতায় আনা হোক। বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ‘সৌরভ লিও’ নামে একটি আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করা হয়। সৌরভ সেটি অস্বীকার করেছে এবং তদন্ত করে সত্যতা যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এনএইচ/ |