ইফা ডিজির আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন শিক্ষক-কর্মচারীরা
প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৩:২৭ দুপুর
নিউজ ডেস্ক

বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ পাঁচ দফা দাবিতে করা আন্দোলন মহাপরিচালকের (ডিজি) আশ্বাসে স্থগিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।

শনিবার (১৭ মে) দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে আন্দোলনকারীদের সব দাবি আগামী ২৪ মের মধ্যে মেনে নেওয়ার ঘোষণা দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান।

ইফা ডিজি বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন ও বোনাসের পাশাপাশি তাদের বেতন ৫ হাজারের স্থলে এক দেড় হাজার টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে আজই প্রকল্প কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসে অফিসিয়াল পদক্ষেপ নেবেন। এ ঘোষণার পর আন্দোলনকারীরা স্লোগান দিয়ে স্বাগত জানান। এ সময় আন্দোলনকারীদের প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার ফিল্ড সুপারভাইজার শামসুদ্দিনসহ অন্যান্য নেতারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। তবে ২৪ মে'র মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ঈদের আগেই মাঠে নামবেন বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল ৮টায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) দ্রুত অনুমোদন এবং জানুয়ারি থেকে মে পর্যন্ত বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা জানান তাদের সব দাবি অনুমোদন হলেও পরিকল্পনা মন্ত্রণালয়ের গড়িমসির কারণে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। তাই তারা এখানে এসেছেন।

আরএইচ/