কাবুলে চিকিৎসাসেবা, তালেবান সরকারের প্রশংসা কুড়ালো মারকাজুল ইসলামী
প্রকাশ:
১৯ মে, ২০২৫, ০৮:০৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশের শীর্ষ ইসলামি সেবা সংস্থা আল-মারকাজুল ইসলামী এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ঠোঁট কাটা ও তালুতে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে। এতে সংস্থাটি আফগানিস্তানের তালেবান সরকারের প্রশংসা কুড়িয়েছে। রোববার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্টের সেন্ট্রাল হাসপাতালে দেশটির বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠোঁট ও তালু কাটার চিকিৎসা ও অস্ত্রোপচার প্রক্রিয়া ২৬ মে পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে আফগান রেড ক্রিসেন্টের উপ-পরিচালক জনাব হাফিজ আজিজুর রহমান এবং আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান জনাব হামজা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে, আফগান রেড ক্রিসেন্টের উপ-প্রধান আল মারকাজুল ইসলামীর অতীত ও বর্তমান সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে এই ফাউন্ডেশনের কর্মকর্তাদের আশীর্বাদ এবং তাদের মহান প্রতিদান কামনা করেন। তিনি আরও বলেন, আফগান রেড ক্রিসেন্ট সকল স্বদেশি, বিশেষ করে দরিদ্র ও দরিদ্রদের জন্য কেন্দ্রীয় হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, যাতে তারা এখানে তাদের বিভিন্ন রোগের চিকিৎসা পেতে পারে। এরপর আফগান রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়ালি ওসমানজাই অংশগ্রহণকারীদের সাথে এই হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ভাগ করে নেন এবং আশ্বস্ত করেন যে, এই কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জনগণের সেবা করতে প্রস্তুত এবং এটিকে তাদের ধর্মীয় দায়িত্ব বলে মনে করেন। তিনি স্বাস্থ্য ক্ষেত্রে আল মারকাজুল ইসলামীর সেবাকে দীর্ঘস্থায়ী এবং মূল্যবান বলে মনে করেন। এরপর, বাংলাদেশের আল মারকাজুল ইসলামীর প্রতিনিধিত্বকারী এবং সংস্থাটির চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন যে, আফগান রেড ক্রিসেন্টের মাধ্যমে অভাবী মানুষকে চিকিৎসা করার পাশাপাশি, ভবিষ্যতে তারা চোখের রোগ এবং হৃদরোগের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আরও সহযোগিতা ও সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন যে, এই সাহায্য আফগানিস্তানের জনগণের জন্য তাদের শেষ সাহায্য হবে না, বরং তাদের ধর্মীয় কর্তব্যের ভিত্তিতে, তারা অভাবী ও নিঃস্বদের সহায়তা ও যত্ন অব্যাহত রাখবে এবং তা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ । আরএইচ/ |