বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইসলামী কর্নারের উদ্বোধন
প্রকাশ:
১৯ মে, ২০২৫, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
পূবালী ব্যাংক বানিয়াচং শাখায় ইসলামী কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। আজ (১৯ মে) সোমবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৈধুরী মোঃ শফিউল হাসান। পূবালী ব্যাংক বানিয়াচং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে এবং ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মিলাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আবু হাসান মোঃ কামরুজ্জামান, হবিগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি চৈধুরী মোঃ শফিউল হাসান বলেন, “পূবালী ব্যাংক গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান, এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপন করেছে।” তিনি আরও বলেন, “এই কর্নারের মাধ্যমে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিং সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদণ্ড স্থাপন করবে।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সেবা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী কর্নারের শুভ উদ্বোধন করেন। এমএইচ/ |