কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত দারুল আরকাম ইনস্টিটিউট [আফটার স্কুল মাকতাব] ভাগলপুর শাখা আল কুরআনুল কারীমের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দীন। লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর ইমাম উলামা পরষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার ও আফটার স্কুল মাকতাব এর রূপকার মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম।
দারুল আরকাম ইনস্টিটিউট [আফটার স্কুল মাকতাব] ভাগলপুর শাখার পরিচালক তরুন আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম-এর সঞ্চালনায়, ভাগলপুর ও বাজিতপুরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এর উপস্থিতিতে ৪০জন স্কুলগামী শিক্ষার্থীকে কুরআনুল কারিমের সবক প্রদান করা হয়।
পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীরা আফটার স্কুল মাকতাব এর সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করা হয়।
কেএল/