হিলচিয়া বাজার ইসলামীয়া মাদরাসা, বাজার জামে মসজিদ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ১৫তম বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ মাসের শুরুতে।
জানা যায়, আগামীকাল শুক্রবার ( ১ মার্চ ) হিলচিয়া বাজার ব্রীজ সংলগ্ন ব্রয়লার মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-০৫ আসনের এমপি আলহাজ্ব জনাব মো. আফজাল হোসেন।
আলোচকনা করবেন- মারকাজুত তাকওয়াহ‘র পরিচালক আল্লামা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মাও. মুফতি আতিকুল্লাহ্ –নাসিকা, ইমাম উলামা পরিষদ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাও. মুফতি আব্দুল আহাদ, ইমাম উলামা পরিষদ নিকলী উপজেলা শাখার সভাপতি মাও. মুফতি আব্দুল মুক্তাদির, মাদরাসার প্রতিষ্ঠাতা মাও. ফজলুল হক দৌলতপুরী।
সভাপতিত্ব করবেন, হিলচিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব মাও. হাফেজ মুফতি সিরাজুল ইসলাম মাদানী।
এদিকে মাহফিল সফল করার আহবান জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন মাদরাসার মুহতামিম মাও. আজিজুল হক
এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় উলামায়ে কেরাম ।
এনএ/