এম. মিজানুর রহমান, বান্দরবান :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লামা উপজেলা শাখার উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় সদস্য ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ সেপ্টেম্বর'২৪) লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজে দুপুর ২ টা থেকে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাও. মুফতি শওকতুল ইসলাম, আজিজ নগর ইউনিয়ন শাখার সভাপতি মাও. মুফতি তাওহিদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা শাখার ছদর মাও. ছরওয়ার আলম কুতুবী ও আলীকদম উপজেলা জামে মসজিদের খতিব মাও. আইয়ুব খান প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লামা উপজেলা শাখার সভাপতি মাও. মো. বিন বাশারের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনা করেন সেক্রেটারি মাও. শফিউল আজিম।
হাআমা/