মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


চাটমোহরে পুকুরে মিলল শিশুর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে বাড়ির পাশের পুকুর থেকে আবিহা জান্নাত (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইজাজুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সন্ধ্যার কিছু আগে বাড়ির উঠোনে বসে খেলাধূলা করছিল আবিহা জান্নাত। এ সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। পরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর আবিহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের ধারণা, সবার অন্তরালে পুকুরে পড়ে মারা গেছে আবিহা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ