সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

দুস্থ নারীদের সেলাই মেশিন দিলো মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর প্রতিনিধি

যশোর মণিরামপুরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সাবলম্বী প্রকল্পের আওতায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় মণিরামপুর উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ মা-বোনদের মাঝে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সুদের কুফল আলোচনা করে বলেন, আমরা চাই আপনারা এই মেশিনের মাধ্যমে নিজেদের সেলাই কাজ সমাধার পাশাপাশি উপার্জন করে  সাবলম্বি হয়ে পরিবারকে আর্থিক সহায়তা করবেন। সমাজের বিভিন্ন এনজিও আমাদের মা বোনদের ঋণ দেওয়ার নামে চওড়া সুদের বোঝা চাপিয়ে দেয়। যার ফলে শান্তির পরিবর্তে সংসারে অশান্তির আগুন সৃষ্টি হয়।

মুফতি ওয়াক্কাস রহ. ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে মুফতি আবু বকর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জনাব নিশাত তামান্না। বিশেষ অতিথি জনাব নূর মোহাম্মদ গাজী অফিসার ইনচার্জ মণিরামপুর থানা‌, জনাব এস এম মজনুর রহমান সভাপতি মণিরামপুর প্রেসক্লাব, সমাজ সেবা অফিসার জনাব রোকনুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব মৌসুমী আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম সদস্য মুফতী আশফাকুল আনোয়ার ইয়ামিন, মাওলানা বরকতুল ইসলাম, মাওলানা হাসান আল মামুন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রনেতা এস এম মারুফ, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান, মাহমুদুল হাসান, সামছুজ্জামান প্রমূখ।

আর্ত মানবতার সেবায় মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ফাউন্ডেশন ইতিপূর্বে সিলেট বিভাগ, কুমিল্লা ফেনী, অঞ্চলে ভয়াবহ বন্যার সময় মানবিক সহায়তা প্রদান করে। এছাড়াও গত ১৯ নভেম্বর অসহায় মা-বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে সংগঠনটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ