শ্রীমঙ্গলে সুলাইমানীয়া মাদরাসার ছাত্রদের হিফজ সবক প্রদান অনুষ্ঠান
প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৩:০৭ দুপুর
নিউজ ডেস্ক

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

পর্যটন নগরী ও চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত দারুল ইসলাম সুলাইমানীয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগের ১২ জন ছাত্রকে সবক প্রদান করেন মৌলভীবাজারের খ্যাতনামা আলেম, শায়খে বর্ণভী রহ.-এর সাহেবজাদা হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী।

মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ সুলাইমান মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কাউসার আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাজিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা মাওলানা সামসুদ্দিন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী আবু তাহের, বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ আক্তার আলী এবং হাফেজ জামাল খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কুরআন হিফজের ফজিলত ও মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সন্তানদের মাদরাসায় শিক্ষাদানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। বক্তারা আরও বলেন, পাহাড়বেষ্টিত এই মাদরাসাটি যেন শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত হতে পারে, সে লক্ষ্যে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবশেষে হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দারুল ইসলাম সুলাইমানীয়া মাদরাসাটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মাদরাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিগত বার্ষিক পরীক্ষায় নুরানী বোর্ডে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সর্বমহলে প্রশংসিত হয়। বর্তমানে মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা সালাহ উদ্দিন।

এসএকে/