আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৫:১৪ বিকাল
নিউজ ডেস্ক

সনাতনী জাগরণ জোটের মুখপত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী আলিফ হত্যা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।

আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালী থানার হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এমএইচ/