‘সমমনা ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করলে বিজয় সম্ভব’
প্রকাশ:
১৮ মে, ২০২৫, ০৯:০৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামী ও সমমনা দলগুলো একত্রে নির্বাচনের মাঠে নামলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, ইসলাম বিজয়ী হলে দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হবে এবং মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী চাঁদাবাজি ও দখল বাণিজ্যে জড়িত হয়ে দেশবাসীকে আতঙ্কিত করছে, বিশেষ করে দোকানদারদের মারধর ও চাঁদাবাজির ঘটনাগুলোর সচিত্র সংবাদ প্রকাশিত হচ্ছে। এসব ফ্যাসিবাদী আচরণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মাওলানা কাইয়ূম আরও বলেন, ইসলামী ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হলে দেশবিরোধী শক্তির মোড়লীপনা বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান, মায়ানমার আর্মির জন্য মানবিক করিডোর এবং পার্বত্য অঞ্চলে গভীর ষড়যন্ত্র চলছে, যা দেশবাসীকে চিন্তিত করছে। শনিবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এমএম বিলাল হুসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তর জেলা শাখার ছদর মাওলানা মুহাম্মাদ তৈয়্যব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজির আহমাদ ফাহিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, দফতর সম্পাদক মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-ফাহাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ রবিউল ইসলাম মিয়াজী সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু ইউছুফ, সহ-অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহজালাল, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আলমগীর হুসাইন, মো. নজীর ইসলাম ও মুহাম্মাদ জসিম উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ। এছাড়াও, নগর আওতাধীন উপজেলা ও ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। |