সমৃদ্ধ দেশ গঠনে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাওলানা কবির আহমদ
প্রকাশ: ১৯ মে, ২০২৫, ১০:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ বলেন, যুব সমাজ হচ্ছে পরিবর্তনের হাতিয়ার। যুবকরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে সমাজকে সুন্দর করা এবং জাতিকে গঠন করা অনেক সহজ। দেশ-জাতি গঠনে যুগে যুগে তরুণ ও যুবসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সমৃদ্ধ বাংলাদেশ এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন বিগত দিনে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির নানান ক্রান্তিলগ্নে তরুণ ও যুবকরাই দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বিশেষত ২৪-এর গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে সামনের সারিতে যুব সমাজের ভূমিকা ছিল অপরিসীম।

 (১৮ মে ২০২৫) রবিবার,রাত ৯টায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি মডেল থানা শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা ফয়জুল হাসান খানের সভাপতিত্বে এবং মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় অধিবেশনে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

কাউন্সিল অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা মারুফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব দিলাওয়ার হুসাইন, আব্দুল মুনইম আসলম, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, মুহাম্মদ বশীর আলী, মাওলানা শামীম হুসাইন চৌধুরী, মোহাম্মদ রুবেল আহমদ, সোহেল আহমদ, শাফায়াত আহমদ, আবু তালহা তোফায়েল, মঈনুল হক, মাওলানা লায়েক আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল মাহমুদ, মাওলানা আসাদ মুহাম্মদ উসামা প্রমুখ।

কাউন্সিলে হাফিজ মাওলানা শাহিদ হাতিমীকে সভাপতি, মুফতি নোমান বিন আফসারকে সাধারণ সম্পাদক, মাওলানা ইমাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ।

পরিশেষে মাওলানা মারুফ আহমদ এর মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।

বার্তা প্রেরক:নুমান বিন আসফার

আরএইচ/