বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭ ভাদ্র ১৪৩১ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাধ্যমিক পরীক্ষায় ফিরছে গ্রেডিং পদ্ধতি  ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই : প্রধান উপদেষ্টা কওমি সনদ বাস্তবায়নের দাবি জানালে সহযোগিতা করা হবে : ধর্ম উপদেষ্টা  ‘মাঠ প্রশাসনকে জনবান্ধব-দুর্নীতিমুক্ত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে’ গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে  : প্রধান উপদেষ্টা লামায় ইসলামী আন্দোলনের ওলামা মাশায়েখ সম্মেলন গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া যুদ্ধাপরাধের শামিল: সৌদি আরব বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন শায়খ মুফতী হাফীজুদ্দীন হাটহাজারী মাদরাসায় সংবর্ধিত ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ১২ বছর বয়সী মুনতাছির

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইল ও ফিলিস্তিনের মুক্তিকামী শাসক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর : বিবিসির।

রেবাবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাইডেন বলেছেন, আমি তাকে (মাহমুদ আব্বাস) আশ্বস্ত করেছি, গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে, সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছি।

এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় সংখ্যাগরিষ্ঠ নিরীহ ফিলিস্তিনিরা মানবিক সংকটে পড়েছে। যাদের সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই। তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কেনো ধরনের সহিংসতাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে।  

বাইডেন আরও বলেন, এক সপ্তাহ আরা আমরা ইহুদি জনগণকে নিকৃষ্টতম গণহত্যার শিকার হতে দেখেছে। ১৩০০ প্রাণ হারিয়েছে ইসরায়েল। তাদের সন্তান, দাদা-দাদি অপহৃত হয়েছে, তারা হামাসের হাতে জিম্মি।  

এদিকে শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেলআবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ