শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ শ্রাবণ ১৪৩১ ।। ২১ মহর্‌রম ১৪৪৬


ভারতের ‘মুসলিমদের কণ্ঠস্বর’ ড. শফিকুর রহমান বারাকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

ভারতের সবচেয়ে বয়স্ক সংসদ সদস্য ও সমাজবাদী পার্টির সিনিয়র নেতা ড. শফিকুর রহমান বারাক ইন্তেকাল করেছেন ৷ ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

মঙ্গলবার সকালে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. শফিকুর রহমান বারাক ১১ জুলাই ১৯৩০ সালে ভারতের সম্বলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হাফিজ আব্দুল রহমান। তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় এবং ডক্টর বিআর আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেন। ড. বারাক পেশায় একজন সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন।

তিনি সম্বল থেকে বহুবার ইউপি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরে তিনি সমাজবাদী পার্টির টিকিটে মোরাদাবাদ সংসদীয় কেন্দ্র থেকে ২ বার প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

ড. বারাক ছিলেন ভারতীয় মুসলিমদের কণ্ঠস্বর ও আন্তরিক নেতা। তিনি বাবরি মসজিদ পুনরুদ্ধার আন্দোলনের প্রধানদের অন্যতম ছিলেন। তিনি কখনই তার নীতির সাথে আপস করেননি। শফিকুর রহমান বারাকই একমাত্র সাংসদ যিনি সংসদে বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন। ছিলেন কবিতার প্রতিও অনুরাগী এবং কবিতা ছিল তার বিশেষ ক্ষেত্র। কবিতার প্রতি ভালোবাসার কারণে তিনি "বারাক" ছদ্মনাম গ্রহণ করেছিলেন

সূত্র: রোজনামা খবর, ইটিভি ভারত, কওমি আওয়াজ, হামারা দুনিয়া নিউজ, উর্দু লিক, দেওবন্দ টাইমস

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ