সব উৎকণ্ঠা ও অনিশ্চয়তার পর অবশেষে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি।
রোববার ( ১৯ জানুয়ারি ) স্থানীয় সময় সকাল সোয়া ১১টা থেকে যুদ্ধবিরতির কার্যকরের ঘোষণা দেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পরই বাস্ত্যচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফেরা শুরু করেন। যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্ব নেই। তবে কেউ কেউ বলেছেন, বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে সেখানে থাকবেন। তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে। তারা চান আবারও প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে।
ছবিতে দেখুন ফিলিস্তিনিদের বাড়ি ফেরার এই যাত্রা—
বিনু/