সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


সব সময় স্বাভাবিক থাকার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্তমান সময়ে আমাদের মাঝে একটি জিনিস বা গুণের বড় অভাব। যা কারও মধ্যে সেভাবে নেই বললেই চলে। অথচ যে গুণটির খুবই প্রয়োজন; যা মানুষকে সব সময় স্বাভাবিক অবস্থায় রাখতে সক্ষম। তবে আল্লাহ তাআলা এ গুণটি নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য দোয়া করতে বলেছেন।

কুরআনুল কারিমে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তুলে ধরেছেন-

رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমিন।’

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। (সুরা আল-আরাফ : আয়াত ১২৬)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সব সময় স্বাভাবিক সুন্দর ও নিরাপদ থাকার তাওফিক দান করুন। সব সময় সব কাজে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমৃত্যু মুসলিমের ওপর অটল ও অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ