শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ২৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
হজ কার্যক্রমে অংশ নিতে পারবে ৯৪২ এজেন্সি ফেনীর শর্শদি মাদরাসার মাহফিল শুরু আগামীকাল পতিত ফ্যাসিবাদী সরকার মুফতি আমিনীকে ভয় পেত: ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন মুহাম্মাদ রাজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা ভারত-পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না: প্রধান উপদেষ্টা মুফতি ফজলুল হক আমিনী রহ:, সংগ্রামী এক আলেমের জীবন সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

নিরাপদ ভ্রমনে ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সবাই ভ্রমণ করতে ভালোবাসে। ব্যবসা-বাণিজ্য, চাকরি, আনন্দ-উচ্ছ্বাস কিংবা অন্য কোনো প্রয়োজনে ছুটে যেতে হয় শহর থেকে শহরে। ভ্রমণ শুধু কাজ ও প্রফুল্লতার জন্য নয়; বরং অনেক সময় ভ্রমণ ইবাদতও হতে পারে। কোরআন ও হাদিসে এ প্রসেঙ্গ বিভিন্ন আলোচনা এসেছে। ভ্রমণ জ্ঞান ও জানার পরিসর বিস্তৃত করে। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে আদেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন, ‘আপনি বলুন! তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন।’ (সুরা আনকাবুত ২০)

ভ্রমণের প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। কিছু কিছু যানবাহনে ভ্রমণ ঝুঁকিপূর্ণও হয়। তাই রাসুল (সা.) ভ্রমণে যানবাহনসহ সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন। ভ্রমণে বের হলে বাহনে চড়ার পর রাসুল (সা.) এ দোয়া পড়তেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাজি ছাখখারালানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।’

অর্থ : আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও করুণাময়। তিনি পবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।

ভ্রমণে বের হওয়ার আগে হজরত রাসুলুল্লাহ (সা.) আরও একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারনা হাজা, ওয়াতওই আন্না বু’দাহু, আল্লাহুম্মা আনতাসসাহিবু ফিসসাফারি, ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন ওয়াছাইস সাফারি ওয়া কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল।’

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য আমাদের এ সফর সহজ করে দিন। রাস্তার দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনি আমাদের সফরের সঙ্গী এবং আমাদের পরিবারের কাছে আপনি আমাদের স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আপনার নিকট সফরের ক্লান্তি ও ভয়ানক দৃশ্য দেখা থেকে এবং পরিবার, সম্পদ ও অধীনদের কাছে খারাপ অবস্থায় ফেরত আসা থেকে রক্ষা চাই। (সহিহ মুসলিম)

ভ্রমণের মাঝপথে কোথাও অবতরণ করলে বা কোথাও অবস্থান করতে হলে হজরত রাসুলুল্লাহ (সা.) একটি দোয়া পড়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যে এই দোয়াটি পড়বে, সে ঘরে ফেরা পর্যন্ত তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।’ (সহিহ মুসলিম)

টিএইচএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ