মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ! সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের নামে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার ৪৫ পাকিস্তানের যে ‘গোপন অস্ত্র’ ঘুম কেড়ে নিচ্ছে ভারতীয়দের! এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে ইসলামপন্থীদের! "রাসূলুল্লাহ ও সাহাবিদের সম্পর্ক: ভালোবাসা ও আনুগত্যের এক অসামান্য দৃষ্টান্ত" ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি ইউক্রেনের ড্রোন হামলার মুখে মস্কোর সব বিমানবন্দর বন্ধ গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিলো ইসরাইল পাকিস্তানের স্থল, সাগর ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ

ইসলাম প্রতিষ্ঠায় নারী সাহাবিদের ভূমিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী সাহাবিদের অবদান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল। তাঁরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিলেন না, বরং দ্বীন প্রচার, শিক্ষা, যুদ্ধ, চিকিৎসা, সামাজিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিচে কিছু উল্লেখযোগ্য নারী সাহাবির অবদান তুলে ধরা হলো:

১. হযরত খাদিজা (রাদিয়াল্লাহু আনহা): ইসলামের প্রথম নারী

প্রথম মুসলিম, নবীজি (সা.)-এর স্ত্রী। তাঁর অর্থনৈতিক সহায়তায় ইসলাম প্রচারের কাজ সহজ হয়। তিনি ছিলেন সর্বদা রাসূল (সা.)-এর পাশে সাহসের প্রতীক।

২. হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা): জ্ঞানের আলো

সবচেয়ে বেশি হাদীস বর্ণনাকারী নারী। ইলম ও ফিকহে ছিলেন পারদর্শী, বহু সাহাবি তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। নারীদের ধর্মীয় শিক্ষা প্রদানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

৩. হযরত ফাতিমা (রাদিয়াল্লাহু আনহা): আদর্শ কন্যা ও মা

রাসূল (সা.)-এর কন্যা, আলী (রা.)-এর স্ত্রী।

ধৈর্য, তাকওয়া ও সংযমের জীবন্ত দৃষ্টান্ত।

তাঁর বংশধারা থেকেই ইমাম হাসান ও হুসাইন (রা.) এর আগমন।

৪. হযরত উম্মে আম্মারা (নসীবা বিনতে কা’ব) (রা.): নারী যোদ্ধা

উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, নবীজিকে রক্ষা করতে আহত হন।

অসাধারণ সাহস ও আত্মত্যাগের উদাহরণ।

 

৫. হযরত উম্মে সুলায়ম (রা.): দাওয়াত ও সাহসের প্রতীক

সন্তানকে ছোটবেলায়ই ইসলাম শিখিয়ে দিতেন।

যুদ্ধেও অংশ নেন, সাহাবিদের পানি ও চিকিৎসা দিয়ে সহায়তা করেন।

৬. হযরত রুমাইসা (রা.): নারীদের শিক্ষিকা

নারী সাহাবিদের ধর্মীয় শিক্ষা ও উৎসাহ দিতেন।

সামাজিক কাজে ছিলেন সক্রিয়।

নারী সাহাবিদের সম্মিলিত অবদান:

দাওয়াত ও তাবলিগে অংশগ্রহণ

শিক্ষা ও হাদিস বর্ণনায় অগ্রণী

যুদ্ধে সেবা ও চিকিৎসা কাজে নিয়োজিত

সংসার জীবনে ত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

নতুন মুসলিমদের আশ্রয় ও সহায়তা প্রদান

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ