শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ২৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
হজ কার্যক্রমে অংশ নিতে পারবে ৯৪২ এজেন্সি ফেনীর শর্শদি মাদরাসার মাহফিল শুরু আগামীকাল পতিত ফ্যাসিবাদী সরকার মুফতি আমিনীকে ভয় পেত: ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন মুহাম্মাদ রাজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা ভারত-পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না: প্রধান উপদেষ্টা মুফতি ফজলুল হক আমিনী রহ:, সংগ্রামী এক আলেমের জীবন সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

ইফতা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী একটি কিতাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মুহাম্মদ নুর আলম ||

"এ কথাটি কারো নিকট গোপন নয় যে, কিতাবের পরিচয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা, কোনো বিষয়ে পড়াশুনা, গবেষণা ও অনুসন্ধান করতে হলে আগে কিতাব ও কিতাবের বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরী। যে ব্যক্তি কিতাবের বিষয়বস্তু সম্পর্কে অবগত নয়, তার জন্য কোনো কিতাব দীর্ঘকাল পড়াশুনা করা সত্ত্বেও ফলপ্রসু হয়না।

এছাড়া কোনো ইলমের বিষয়বস্তু জানা ঐ ইলম অর্জনের জন্য খুবই সহায়ক হয়। কেননা, যে ব্যক্তি সংক্ষেপে বিষয়বস্তু জেনে নিবে তখন তার জন্য বিস্তারিত ইলম অর্জন সহজ সাধ্য হয়ে যাবে"।

একজন তালিবে ইলমের জন্য কোনো কিতাব থেকে যথাযথ ইস্তিফাদার জন্য কিতাবের পরিচয় তথা কিতাবটির নাম ও আলোচ্য বিষয়, মুসান্নিফের পরিচয়, কিতাবের তারতিব ও বিন্যাসপদ্ধতি, মানহাজ-উসলুব এবং  লিখন পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন।

লেখকের নাম , কিতাবটি মতন না শরাহের কিতাব? কিতাবের সাথে সংযুক্ত হাশিয়াটি কার লেখা? একাধিক হাশিয়া থাকলে কোনটি কার এবং কোটি কোন মানের? কিতাবের মানহাজ ও লিখন পদ্ধতি কি? কিতাবটি কয় খণ্ডের? মান-মর্যাদা এবং এর গুরুত্ব-প্রয়োজনীয়তা কতটুকু?  

তাছাড়া ফতোয়া দেয়ার ক্ষেত্রে কোন কিতাবটি নির্ভরযোগ্য , লেখক কোন তাবকার ফকিহ?  এর মতের সাথে অন্য কিতাবের মতবিরোধ দেখা দিলে কোনটির উপর ফতোয়া দেয়া হবে?  ফতোয়ার বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোন লেখকের কোন  কি নীতিমালা? এসব বিষয় জ্ঞাতব্য হওয়া একজন মুফতির জন্য খুবই জরুরী। এসংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো- মুফতি মুহাম্মদ জাবের হুসাইন সংকলিত ( التعرف على الكتب والمصطلحات الفقهية ) “কিতাব পরিচিতি ও ফিকহী পরিভাষার পরিচয়

লেখক বক্ষমান বইয়ে হানাফি মাযহাবের প্রায় ২০০ টি ফিকহ, ফতওয়া, উসুলে ফিকহ কিতাবের পরিচয় লেখকের সংক্ষিপ্ত জীবনীসহ তুলে ধরেছেন। গ্রন্থের শেষের দিকে হানাফি মাযহাবের কিতাবাদিতে ব্যবহৃত কতিপয় প্রয়োজনীয় ফিকহি পরিভাষার পরিচয়ও বর্ণনা করেছেন।

কিতাবটির ভূমিকা লিখেছেন শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ এবং দোয়া ও অভিমত ব্যক্ত করেছেন আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন।

যাদের জন্য কিতাবটি উপকারী-

বইটি নুরুল ঈযাহ পড়ুয়া ছাত্রদের থেকে শুরু করে তাখাস্সুস পর্যন্ত সকল ছাত্র ও আহলে ইলমদের জন্য খুবই উপকারী একটি গ্রন্থ।

যা আছে কিতাবটিতে-

এতে রয়েছে ফিকহে হানাফির প্রায় ২০০ কিতাবের পরিচয় এবং ফিকহে হানাফির কিতাবাদিতে ব্যবহৃত প্রায় ১৫০ টি পরিভাষার পরিচয়:

কিতাবের পরিচয় জানার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
■  কিতাবের পরিচয় জানার পথ ও পদ্ধতি
■  প্রথিতযশা বিদ্বানদের হর্ষিত অনুপ্রাণন
■  ظاهر الرواية কিতাবসমূহের পরিচয়
■  نادر الرواية কিতাবের পরিচয়
 كتب المتون والمختصرات এর পরিচয়
كتب الأصول والقواعد الفقهية এর পরিচয়
■  كتب الخلاف এর পরিচয়
■  كتب الفقه المدلل এর পরিচয়
■  كتب الفقه المقارن এর পরিচয়
■  كتب الفتاوى এর পরিচয়
■  شروحات এর কিতাবসমূহের পরিচয়
■  প্রত্যেক কিতাবের মুসান্নিফের সংক্ষিপ্ত জীবনী
■  ফিকহী পরিভাষার পরিচয়
■  শাফিঈ মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাবের নাম
■  মালিকী মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাবের নাম
■  হাম্বলী মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাবের নাম
■  গ্রন্থপঞ্জী

কিতাব সম্পর্কে সাধারণ কিছু তথ্য-

বইয়ের নাম: কিতাব পরিচিতি ও ফিকহী পরিভাষার পরিচয়
লেখক: মুফতি মুহাম্মাদ জাবের হোসাইন
( মুশরিফ: তাখাস্সুস ফিল ফিকহ ওয়াল ইফতা, জামিয়া কারীমিয়া আরাবিয়া, রামপুরা-ঢাকা )
পরিবেশনায়: মাকতাবাতুল আতিক
প্রাপ্তিস্থান: জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদ্রাসা (৪র্থ তলা)
মোবাইল: ০১৮১৫ ০০৫৫৪৫
পৃষ্ঠা: ৪৪৮ ( উন্নতমানের অফসেট কাগজে ঝকঝকে ছাপা ) 
মূল্য: ৩৮০ টাকা ( বোড বাঁধাই )।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ