শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১ ফাল্গুন ১৪৩১ ।। ১৫ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘আয়নাঘরের কুশীলবদের গ্রেফতার ও দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে’ শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক শবে বরাতে সালাতুত তাসবিহ পড়বেন যেভাবে জাতিসংঘের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজত  মেলায় ধর্মীয় বইয়ের ব্যাপক চাহিদা শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে যত আয়োজন সন্ধায় বায়তুল মোকাররমে আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা জুলাই বিপ্লবে শিশুহত্যা নিয়ে উদ্বেগ, সুরক্ষা ও জবাবদিহি চায় ইউনিসেফ ‘ইসলামই সকল শ্রেণিপেশা ধর্ম-বর্ণের মানুষের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছে’ আ.লীগের নিষিদ্ধ ঘোষণায় স্পষ্ট বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নবগঠিত কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিনের পরিচালনায় ১০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের এক কনফারেন্স হলে সভায অনুষ্ঠিত।  শুরুতে পবিত্র কুরআনে মাজিদ থেকে দারস পেশ করেন শাখার সহ সাধারন হাফিজ মাওলানা লিয়াকত হুসাইন।

নির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, মুফতি মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ রফিকুল হক, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিরাজ, নির্বাহী সদস্য মাওলানা নাঈম আহমদ।

সভায় দারসে ক্বোরআন, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, হেদায়েতী বক্তব্য,সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

সভায় নেতৃবৃন্দ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধের দাবীতে আগামী ৭ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য দলের নেতা কর্মী ও দেশবসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ