মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


পেঁয়াজের দাম বেশি রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরমধ্যে রাজধানীতে চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সারা দেশে ৮০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল গতকাল বলেন, পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে আমরা রাজধানীর বাজারে জোরালো মনিটরিং করছি। গতকাল রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত শ্যামবাজারে অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযানে এলসি করা আমদানিকৃত ও দেশি পুরাতন পেঁয়াজ পাওয়া না গেলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ পাওয়া গেছে। এসব পেঁয়াজ আড়তে ১২৫ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ