বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী  ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়ত মহাসচিব

বেফাক পরীক্ষায় বেড়েছে মেয়ে শিক্ষার্থীর হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশের কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। এবারের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীদের চেয়ে ৫০ হাজারেরও বেশি মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বেফাক সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে মোট ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১,৩৪,৭২৩ জন এবং ছাত্রী ১,৯০,৬০১ জন।

এর আগে গত কয়েকবছর ধরেও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর হার ছেলেদের চেয়ে বেশি দেখা গেছে। ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন। এছাড়া বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় ২,০৮,৯৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ছিল ১,০২,৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১,০৬,৪০৯ জন।

এদিকে বেফাকে মেয়ে পরীক্ষার্থীদের অংশগ্রহণের হার বাড়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন দেশের সচেতন মহল। তারা মত দিচ্ছেন, কওমি মহিলা মাদরাসার আবাসিক ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান নিশ্চিতকরণসহ যাবতীয় সংস্কার বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের এখনই সচেতন উদ্যোগ প্রয়োজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ