সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

‘খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার সম্মান দেয়া সততার পুরস্কার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

‘সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যে সম্মান দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশাংসার দাবি রাখে। এটাই বেগম খালেদা জিয়ার সততার পুরস্কার। তিনি যে রাজনৈতিক অঙ্গনে মহিয়সী নারী, তা স্পষ্ট বোঝা গেছে।’শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো ছিল রাজনৈতিক সততার পুরস্কার। পুরো অনুষ্ঠানের মধ্যমনিই ছিলেন খালেদা জিয়া।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ মতো তার নামের আগে বা পরে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না লিখতে। তার নির্দেশ মানতে দেশের সব জায়গায় তার এ বার্তাটি আমরা পৌছে দিচ্ছি। এছাড়া দেশের সকল নেতাকর্মীরা পোস্টার, ব্যানার নামিয়ে ফেলতে বলা হয়েছে। যারা তার নির্দেশ মানবে- তারাই বিএনপির ত্যাগী ও একনিষ্ঠ কর্মী।

অনুষ্ঠানে মুখ্য আলোচন ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ