সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু

ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা আরামে আছে: মাওলানা জুনায়েদ আল হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। দেশের শান্তি রক্ষায় মন্দিরের পাহারাও দিয়েছে। সব শ্রেণীর নাগরিক যেন সহ অবস্থানে শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারে সেই বিশ্বাস করে হেফাজতে ইসলাম। যদি ভারতের কোন আদালতে হিন্দু আইনজীবীর প্রতি কোন ধরনের অন্যায় আচরণ করা হতো। তাহলে ভারতের সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে শ্মশান বানিয়ে ফেলতো। কিন্তু আপনারা দেখেছেন কিছু উগ্র ও সন্ত্রাসী হিন্দু সংখ্যালঘুরা  চট্টগ্রাম আদালতে একজন মুসলমান আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তাই বলি ভারতের হিন্দুর চেয়ে বাংলাদেশের হিন্দুরা অনেক আরামে আছে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেকোনো ধরনের ত্যাগ ও কুরবানীতে প্রস্তুত আছি। ভারতীয় দালালরা হুশিয়ার। এদেশে থেকে ভারতীয় দালালি করলে কারো পিঠের চামড়া থাকবে না।

আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে  ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও সদস্য সচিব মুফতি এহতেশামুল হক সাখির সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদ মুফতি জাবের কাসেমী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মুফতি মাহবুবুল আলম ও মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি কেউ নাক গলায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা বাংলাদেশ নিয়ে অযথা বাড়াবাড়ি করছে এর ফলাফল ভালো হবে না।

কাউন্সিল অধিবেশনে মুফতি সালাউদ্দিনকে সভাপতি, মুফতি ইমরানুল বারী সিরাজীকে সাধারণ সম্পাদক, মুফতি এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে অর্থ সম্পাদক ও  মুফতি আসাদুল্লাহ জাকিরকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ